মস্তিষ্ক বিষয়ক মজার তথ্য
মস্তিষ্ক বিষয়ক মজার তথ্য
মজার তথ্য # ১
মানুষের মস্তিষ্ক ৪০ বছর বয়স অবধি বিকাশ ঘটতে পারে
মন্তব্যঃ এই বিকাশ মানে বিকশিত হওয়া...
মজার তথ্য # ২
৫ থেকে ১০ মিনিটের জন্য মস্তিষ্কে অক্সিজেনের অভাব হলে মস্তিষ্কে সেটা স্থায়ী ক্ষতির কারণ হবে
মন্তব্যঃ পরিবেশের দিকে আমাদের সবারই খেয়াল রাখা উচিৎ
মজার তথ্য # ৩
আপনার মস্তিষ্ক আপনার শরীরের মোট অক্সিজেন এবং রক্তের শতকরা ২০ ভাগ ব্যবহার করে!
মন্তব্যঃ এজন্যই মানুষ উত্তেজিত হলে বাইরে থেকে পাখার বাতাস করে?
মজার তথ্য # ৪
প্রতিবার একটি স্মৃতি তৈরি করার সময় আপনার মস্তিষ্কে নতুন সংযোগ তৈরি হয়
প্রতিক্রিয়াঃ তার মানে, ভালো শিক্ষার্থীদের মাথায় অনেক সংযোগ !!
মজার তথ্য # ৫
জাগ্রত হলে, মানুষের মস্তিষ্ক একটি ছোট আলোর বাল্বকে জ্বালানোর জন্য পর্যাপ্ত পরিমাণ বিদ্যুত উৎপাদন করে
প্রতিক্রিয়াঃ শক খাওয়ার মতো...
মজার তথ্য # ৬
আপনার মস্তিষ্কে নিউরন নামে প্রায় ১-১০ হাজার কোটি মাইক্রোস্কোপিক কোষ রয়েছে — এত যে আপনাকে সবগুলো গণনা করতে ৩,০০০ বছরের বেশি সময় লাগবে
বি.দ্র. স্নায়ুতন্ত্রের গঠনমূলক ও কার্যকরী একককে নিউরন বা স্নায়ুকোষ বলে
মজার তথ্য # ৭
এমন একটি ভাইরাস রয়েছে যা মানুষের ডিএনএ কে আক্রমণ করে যা মানুষকে কম বুদ্ধিমান করে তোলে, মস্তিষ্কের ক্রিয়াকলাপ, শিক্ষণ এবং স্মৃতিশক্তি হ্রাস করে!
বি.দ্র. ভাইরাসটির নাম ATCV-1
মজার তথ্য # ৮
ভুলে যাওয়া মস্তিষ্কের পক্ষে ভাল: অপ্রয়োজনীয় তথ্য মুছে ফেলা স্নায়ুতন্ত্রকে তার নমনীয়তা ধরে রাখতে সহায়তা করে
মন্তব্যঃ টাকা ধার দিয়ে বা ধার নিয়ে ভুলে গেলে সমস্যা হবে...
মজার তথ্য # ৯
একটি সমীক্ষায় দেখা গেছে, দীর্ঘমেয়াদে মোবাইল ফোনের ব্যবহার মস্তিস্কের টিউমার তৈরির ঝুঁকি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করে
বি.দ্র. যে কোনও ভাবেই হোক, শরীরের ক্ষতি হবে এমন কিছু করা উচিৎ না...
মজার তথ্য # ১০
আপনি যখন নতুন কিছু শিখেন তখন আপনার মস্তিষ্কের গঠন পরিবর্তন হয়
প্রতিক্রিয়াঃ দুইজন মানুষের মস্তিষ্কের গঠন এক করতে পারলেই আর কখনো ঝগড়া লাগবেনা...
মজার তথ্য # ১১
২০১৫ সালে, বিশ্বের চতুর্থতম শক্তিশালী সুপার কম্পিউটারটি মানুষের মস্তিষ্কের ক্রিয়াকলাপের এক সেকেন্ড সিমুলেট (অনুকরণ) করতে ৪০ মিনিট সময় নেয়
প্রতিক্রিয়াঃ এরকম একটা শক্তিশালী সুপার কম্পিউটার থাকা সত্ত্বেও বিপথগামী হলে ব্যাপারটা সত্যিই দুঃখজনক...
মজার তথ্য # ১২
কোটি কোটি নিউরন থাকা সত্ত্বেও আঘাতপ্রাপ্ত হলে মস্তিষ্ক নিজে আসলে ব্যথা অনুভব করতে পারে না
প্রতিক্রিয়াঃ ব্যথা অনুভব করলে ব্যাথার তীব্রতা তাহলে কী পরিমাণ ভয়ানক হতো!
  04 Aug, 2019       1506   views
More