শিক্ষা প্রতিষ্ঠান খুলছেনা ঈদের পরও
শিক্ষামন্ত্রণালয়ের নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে করোনা ভাইরাসের কারণে ঈদের পরও শিক্ষাপ্রতিষ্ঠান খুলছেনা। শিক্ষামন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষাবিভাগের সচিব মো. মাহবুব হোসেন বলেন, ৩০মে’র পর যদি শিক্ষাপ্রতিষ্ঠান খুলে যাওয়ার কথা কেউ প্রচার করে, তাহলে তা পুরোটাই গুজব। কারণ এধরনের কোনো সিদ্ধান্ত শিক্ষামন্ত্রণালয়ে হয়নি। আগামী ৩০ মে পর্যন্ত সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। এর কাছাকাছি সময়ে গিয়ে পরিস্থিতি বিবেচনা করে আমরা পরবর্তী সিদ্ধান্ত জানিয়ে দেব।
সম্প্রতি প্রধানমন্ত্রীও নিজেও এক অনুষ্ঠানে বলেছেন, করোনা পরিস্থিতির উন্নতি না হলে আগামী সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ থাকতে পারে শিক্ষা প্রতিষ্ঠান।
শিক্ষা মন্ত্রণালয়সূত্রেও জানা গেছে, দেশের সব ধরনের পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পরই শুধু শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হবে। এমনকি বর্তমানে স্থগিত থাকা এইচএসসি ও সমমানের পরীক্ষাও পরিস্থিতি স্বাভাবিক হওয়ার অন্তত ১৫ দিন পর শুরু করার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।
  13 May, 2020       757   views
More